পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করা খুবই সহজ। বিদেশে যাওয়ার জন্য অবশ্যই ভিসা আবেদন করতে হয়। আর ভিসা পাওয়ার জন্য অবশ্য আপনাকে মেডিকেল চেকআপ করতে হবে। যদি বিদেশ যাওয়ার জন্য আপনি মেডিকেল পরীক্ষা দিয়ে থাকেন তাহলে জেনে খুশি হবেন বর্তমানে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করা যায় এবং জানা যায়, মেডিকেল রিপোর্ট ফিট নাকি আনফিট।

বিদেশ যাওয়ার জন্য মেডিকেল চেক আপ জরুরী কারণ এটি নিশ্চিত করে যে আপনি বিদেশে বসবাস এবং কাজ করার জন্য শারীরিকভাবে সক্ষম। মেডিকেল চেক আপের মাধ্যমে আপনার স্বাস্থ্যের সাধারণ অবস্থা, কোনও সংক্রামক রোগের উপস্থিতি এবং কোনও নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজনীয়তা নির্ণয় করা হয়। এই তথ্যটি ভিসা আবেদন প্রক্রিয়ার অংশ হিসাবে জমা দিতে হয় এবং এটি বিদেশী সরকারগুলিকে নিশ্চিত করতে সাহায্য করে যে আপনি তাদের দেশে একটি বোঝা নন।

বিভিন্ন এজেন্সির মাধ্যমে মেডিকেল চেকআপ করানো যায়। আর মেডিকেল পরীক্ষা দেওয়ার কিছুদিন অপেক্ষা করার পরে মেডিকেল রিপোর্ট হাতে পাওয়া যায়। অনলাইন ফ্রি মেডিকেল রিপোর্ট চেক করার মাধ্যমে যদি আপনার রিপোর্ট FIT দেখতে পান সে ক্ষেত্রে অনায়াসে আপনি বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন, আর যদি কোন কারনে আপনার মেডিকেল রিপোর্ট UNFIT দেখতে পান সে ক্ষেত্রে আপনাকে কি করনীয় তা নিচে আলোচনা করব। অনেকেই জানে না কিভাবে নিজের মেডিকেল রিপোর্ট পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবে। আজকে আর্টিকেলে আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেয়ার চেষ্টা করব। তাই চলুন দেরি না করে আর্টিকেলটি শুরু করা যাক:

মেডিকেল রিপোর্ট কি?

মেডিকেল রিপোর্ট হচ্ছে বিভিন্ন ধরনের Physical Fitness বা স্বাস্থ্য পরীক্ষা; যেমন নাক, কান, গলা, দৃষ্টি শক্তি সহ শরীরের বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কিত পরীক্ষার রিপোর্ট যেটি কোন দেশে ভিসা পেতে প্রয়োজন হয়।

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক 

বর্তমানে passport number medical report check খুবই একটি সহজ পদ্ধতি। আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হল আপনি যেই দেশে যাওয়ার জন্য ভিসা আবেদন করেছেন সেই দেশের ইমিগ্রেশন ওয়েবসাইটে মেডিকেল রিপোর্ট চেক নামের একটি পেজ পাবেন।  সেই পেজটিতে ভিজিট করতে হবে। আর এই পেজ থেকে আপনি খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। অনলাইনে মেডিকেল রিপোর্ট চেক বর্তমানে খুবই সহজ পদ্ধতি। 

বাংলাদেশ মেডিকেল রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। এই হাসপাতালগুলোকে বিদেশি বিদেশি সরকার মেডিকেল চেকআপ করার জন্য অনুমোদন দিয়েছে। মেডিকেল চেকআপ করানোর জন্য বাংলাদেশে অনুমোদন পাওয়া হাসপাতালগুলো হল- 

  • মীম মেডিকেল সেন্টার
  • মেডিসন মেডিকেল
  • আল হামাদ মেডিকেল
  • আল হুমায়রা মেডিকেল
  • পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড
  • রাজধানী ডিজিটাল মেডিকেল সার্ভিস
  • সিলমুন ডায়াগনস্টিক সেন্টার
  • নোভা মেডিকেল
  • ক্যাথার্সিস মেডিকেল

গামকা মেডিকেল রিপোর্ট চেক

গামকা (GAMCA) মেডিকেল রিপোর্ট চেক করার জন্য প্রথমে ভিজিট করুন wafid.com এবং Medical Examinations অপশন থেকে View Medical Reports ক্লিক করুন। এখানে Passport Number অথবা GCC Slip Number দিয়ে রিপোর্ট চেক করতে পারবেন। এই পদ্ধতিতে আপনি মধ্যপ্রাচ্যের ৬টি দেশে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও আরব আমিরাতে যাওয়ার মেডিকেল টেস্ট রিপোর্ট চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল রিপোর্ট চেক

যারা সৌদি আরব যাওয়ার জন্য ভিসা আবেদন করেছেন তাদের এখনই মেডিকেল রিপোর্ট চেক করে নেওয়া উচিত। কারণ মেডিকেল রিপোর্ট চেক করলে আপনি দেখতে পারবেন যে সৌদি আরব যাওয়ার জন্য আপনি ফিট নাকি আনফিট। যে কোন দেশে যেকোনো ভিসাতে যেতে হলেই আপনাকে মেডিকেল চেকআপ করাতে হবে। আর এই মেডিকেল চেকআপ করার মাধ্যমে দেখা হয় যে আপনি সেই দেশে থাকার জন্য উপযুক্ত কিনা। পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল রিপোর্ট চেক করা অনেক সহজ। চলুন জেনে নিন কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল রিপোর্ট চেক করবেন-

  • সর্বপ্রথম এই ওয়েবসাইটে wafid.com এ যেতে হবে। 
  • ডান পাশে নিচে Medical Examinations অপশনটি রয়েছে সেখান থেকে View Medical Reports ট্যাপ করুন। 
  • সর্বপ্রথম By Passport Number সিলেক্ট করে নিন, এরপর আপনার Passport  number টি সঠিক ভাবে দিন এবং আপনার Nationality সিলেক্ট করুন। এবার নিচে যে ক্যাপচা আছে সেটি সঠিকভাবে পূরণ করুন।
  • এবং সবশেষে Check বাটনটিতে ক্লিক করুন। 
  • সম্পূর্ণ প্রসেস শেষ হবার পর আপনি এখন আপনার মেডিকেল রিপোর্টটি দেখতে পারবেন।  

তবে হ্যাঁ, আপনকে একটি জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনি আরব দেশ গুলোতে না গিয়ে, বরং অন্য কোন দেশে যাওয়ার জন্য মেডিকেল করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে সেই দেশের Immigration Website এ যেতে হবে।

সেখান থেকে আপনাকে মেডিকেল রিপোর্ট চেক করার অপশন দেখতে পারবেন এবং সেখান থেকে শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে Medical Report Check করতে পারবেন। এই প্রসেসটি মূলত আরব দেশ গুলোর ক্ষেত্রে কার্যকর। আপনি এই পদ্ধতি অনুসরণ করে মধ্যপ্রাচ্যের প্রায় ৬টি দেশ যেমন কুয়েত, বাহরাইন, ওমান, কাতার, আরব আমিরাত ও সৌদি আরবে যাওয়ার জন্য মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার মেডিকেল রিপোর্ট চেক 

বর্তমানে কাতারে বাংলাদেশ থেকে অনেক শ্রমিক নিয়োগ দিচ্ছে। আর যারাই কাতার ওয়ার্ক পারমিট ভিসা বা কাতার শ্রমিক ভিসায় যাচ্ছে সবারই মেডিকেল চেকআপ করাতে হচ্ছে। শুধু তাই নয় যে কোন ভিসাতে যে কোন দেশে যেতে হলেই আপনাকে মেডিকেল চেকআপ করাতে হবে। আপনার যদি কাতার মেডিকেল রিপোর্ট করা হয়ে যায় তাহলে কাতার মেডিকেল রিপোর্ট পেতে আপনার প্রায় ৭ থেকে ১০ দিন এর মত সময় লেগে যেতে পারে। আপনি যদি তার আগেই আপনার রিপোর্ট জানতে চান তবে পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। এবার জেনে নিন কিভাবে চেক করবেন-

  • এবার আপনাকে আপনার ভিসা নম্বরটি দিতে হবে 
  • তারপর আপনার পাসপোর্ট নম্বরটি দিতে হবে 
  • তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনি আপনার কাতার মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক

আপনি কি পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে চান? এটা খুবই সহজ পদ্ধতি। যদি আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসার আবেদন করে থাকেন তবে অবশ্যই এখনই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করে ফেলুন। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করবেন-.

  • পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে প্রথমে ভিজিট করুন eservices.imi.gov.my/myimms/FomemaStatus।
  • এরপর আপনার পাসপোর্ট নম্বর দিয়ে Citizen Country সিলেক্ট করুন। ডানপাশের Search বাটনে ক্লিক করার পর নিচে Medical Report Status দেখতে পাবেন।
  • এবার পাসপোর্ট নম্বর অপশনে গিয়ে আপনার পাসপোর্ট এর নম্বরটি দিন।
  • আর দেশের নাম বাংলাদেশ সিলেক্ট করুন।
  • পাসপোর্ট নাম্বার সঠিক থাকলে আপনি আপনার মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন।
  • পাসপোর্ট নম্বর ছাড়া আপনি চাইলে আপনার নাম ও দেশের নাম দিয়েও Fomema Status বা মেডিকেল পরীক্ষার রিপোর্ট চেক করতে পারবেন। 
  • এজন্য ডানপাশের Search-II অপশনটি ব্যবহার করুন।

পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট ডাউনলোড 

পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার‌ পর আপনি ঘরে বসেই সেই মেডিকেল রিপোর্ট ডাউনলোড করতে পারবেন। সাধারণত মেডিকেল করার পর রিপোর্টগুলো হাতে পেতে ১০ থেকে ১০ দিনের মতো সময় লাগে। অনেক সময় এর চেয়ে কম কিংবা বেশি সময়ও লাগতে পারে। সেক্ষেত্রে আপনি ঘরে বসেই মেডিকেল রিপোর্ট চেক করে দেখতে পারবেন আপনি ফিট নাকি আনফিট। আমরা ইতিমধ্যেই পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম পোস্টে উল্লেখ করেছি। চেক করার পর পিডিএফ কপিটি ডাউনলোড করে নিন।

মেডিকেল রিপোর্ট দেখার বিকল্প পদ্ধতি

মেডিকের রিপোর্ট দেখার বিকল্প একটি উপায় হলো, আপনি যে মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করছেন সেই সেন্টারের নিজস্ব ওয়েবসাইটে Test Report চেক করার অপশন থাকতে পারে। এজন্য আপনি সেই Diagonostic Center এর ওয়েবসাইটে ভিজিট করে Passport Number অথবা Slip Number দিয়ে রিপোর্ট চেক করতে পারবেন।

মেডিকেলে কি কি চেক করা হয়?

বিদেশ যাওয়ার ক্ষেত্রে মেডিকেল টেস্টে সাধারণত এইচআইভি,করোনা ভাইরাস , শ্বাসকষ্ট, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি ও সংক্রমণযোগ্য রোগ,হৃদরোগ ইত্যাদি চেক করা হয়।

মেডিকেল রিপোর্ট UNFIT কেন হয়?

শারীরিক  সমস্যা ও  কিছু রোগ  সমস্যার কারণে আপনার মেডিকেল রিপোর্ট Unfit আসতে পারে। এধরণের সাধারণ কিছু সমস্যা হচ্ছে,

  • হেপাটািইটিস
  • HIV
  • Corona Positive
  • চর্মরোগ
  • জন্ডিস
  • হৃদরোগ
  • শ্বাসকষ্ট বা হাঁপানি
  • গর্ভবতী মহিলা
  • শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোন ত্রুটি

মেডিকেল রিপোর্ট এর মেয়াদ কতদিন থাকে?

বিদেশ যাওয়ার ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট প্রকাশ হওয়ার ৩ মাস বা ৯০ দিন মেয়াদ থাকে।

শেষ কথা

আমরা আমাদের পোস্টে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার সমস্ত নিয়ম বলে দিয়েছি। যারা বিদেশে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন এবং মেডিকেল করেছেন। তারা এখন ঘরে বসেই পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। আশা করি আমাদের এই পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন। ধন্যবাদ।

Read More: কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের নিয়ম ও খরচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top